Site icon Jamuna Television

চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ক্লিনশিটের রেকর্ড গড়লেন নয়্যার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ক্লিনশিটের রেকর্ড গড়লেন ম্যানুয়েল নয়্যার। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ইকার ক্যাসিয়াসকে টপকে ৫৮টি ক্লিনশিট নিয়ে এখন তালিকার শীর্ষে বায়ার্ন মিউনিখ ও জার্মান এই তারকা গোলকিপার।

বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের একটি ম্যাচে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল। ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারায় বাভারিয়ানরা। আর এই ম্যাচের পরেই ক্যাসিয়াসের সাথে যৌথভাবে ৫৭টি ক্লিনশিটের রেকর্ড ভেঙে এককভাবে তালিকার চূড়ায় উঠে আসেন নয়্যার।

উল্লেখ্য, ক্যাসিয়াস ও নয়্যারের পরের অবস্থানে রয়েছেন ইতালিয়ান কিংবদন্তি ও জুভেন্টাস তারকা বুফন। তার ক্লিনশিটের সংখ্যা ৫২টি। এ তিনজন ছাড়া আর কেউই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অর্ধশত ক্লিনশিটের মাইলফলকে পৌঁছাতে পারেনি।

/এমএইচআর

Exit mobile version