Site icon Jamuna Television

সমুদ্রে অধিকার প্রতিষ্ঠায় কোস্টগার্ডের ভূমিকা প্রশংসনীয়: প্রধানমন্ত্রী

বাংলাদেশের কোস্টগার্ড অপেক্ষাকৃত নতুন হলেও সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় তারা প্রশংসনীয় ভূমিকা রাখছে। আজ বুধবার রাজধানীর রেডিসন হোটেলে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর তত্ত্বাবধানে ১৪তম ‘হেডস অব এশিয়ান কোস্টগার্ড এজেন্সিস সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি আরো বলেন, সদস্য দেশগুলোর সাথে কাজ করে এরইমধ্যে কোস্টগার্ড বেশ প্রশংসা অর্জন করেছে। সমুদ্রে অধিকার প্রতিষ্ঠায় কোস্টগার্ডের ভূমিকা প্রশংসনীয়। কোস্টগার্ড নিরাপত্তা নিশ্চিত করায় সমুদ্র থেকে মৎস্য ও অন্যান্য সম্পদ আহরণ সহজ হয়েছে বলেও জানান শেখ হাসিনা।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version