Site icon Jamuna Television

আড়াই মাসে বিএনপির ২০ নেতাকর্মীকে হত্যা: রিজভী

গত ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আড়াই মাসে বিএনপির ২০ নেতাকর্মীকে হত্যা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমন অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ঢাকা-১৮ আসনের অন্তর্গত ৭টি থানার কারামুক্ত নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ভারতের সহায়তা নিয়েই সরকার দেশের গণতন্ত্রকামী জনগণকে বন্দি করে রেখেছে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাম্প্রদায়িক শক্তি ভারত ও ইসরায়লের সঙ্গে আওয়ামীলীগের ঘনিষ্ঠ সম্পর্ক। যে ইসরায়লের মুসল্লিদের ওপর হামলা চালায় তাদের সঙ্গে তলে তলে সম্পর্ক ঠিক রেখেছে হাসিনা সরকার।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, ৭ জানুয়ারি বিএনপির নৈতিক জয় হয়েছে। হাসিনা সরকারের পতনের আগে বিএনপি কখনোই নির্বাচনে যাবে না।

বিএনপির মধ্যে ঘাপটি মারে থাকা দালালরা প্রশাসনকে খবর দিয়ে সরকারের দালালি করে বলেও জানান আমিনুল হক।

/এমএন

Exit mobile version