Site icon Jamuna Television

ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সাভারে আরেকটি মামলা

সাভারের আশুলিয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। গতকাল রাতে নাছির উদ্দিন নামে এক ব্যক্তি এই মামলা করেন। এনিয়ে একই থানায় তার বিরুদ্ধে চারটি মামলা হয়েছে।

মামলায় ডা. জাফরুল্লাহসহ চারজনকে আসামি করা হয়েছে। এজাহারে আসামিদের বিরুদ্ধে জমি দখল, ভাঙচুর ও হুমকি দেয়ার অভিযোগে আনা হয়েছে। এর আগে গেল ১৫, ১৯ ও ২১ অক্টোবর ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় তিনটি মামলা হয়।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version