Site icon Jamuna Television

ঘর ছাড়া হলেন শিল্পা শেঠি, দম্পতির প্রায় ১০০ কোটির সম্পদ বাজেয়াপ্ত

ঘর ছাড়া হলেন শিল্পা শেঠি। তার বাড়ি বাজেয়াপ্ত করলো ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবারই বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার ৯৭.৭৯ কোটি রুপির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে। এর মধ্যে মুম্বাইয়ের জুহুতে শিল্পার নামে থাকা ফ্ল্যাটও রয়েছে। এ ছাড়া পুণেতে রাজ কুন্দ্রার নামে থাকা বাংলোও বাজেয়াপ্ত করেছে ইডি।

এবার যে মামলায় রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তা খুবই জটিল। মুম্বাই ও দিল্লি পুলিশ সম্প্রতি ভেরিয়েবল টেক নামে একটি সংস্থা ও তার প্রমোটার অমিত ভরদ্বাজ, অজয় ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা করেছে। তারা বিটকয়েনের ব্যবসা ফেঁদে প্রায় ৬৬০০ কোটি রুপি তুলেছিল। সেই সঙ্গে আমানতকারীদের বলেছিল মাসে ১০ শতাংশ সুদ দেবে। কিন্তু প্রচুর মানুষের কাছ থেকে টাকা তুলে তারা লাপাত্তা হয়ে গেছে। তবে অপরাধের টাকা ইন্টারনেট ওয়ালেটে রাখা রয়েছে।

অভিযোগ, এই অমিত ভরদ্বাজের থেকে ২৮৫টি বিটকয়েন নিয়েছিলেন রাজ কুন্দ্রা। ইউক্রেনে বিটকয়েন ফার্ম খোলার জন্য এই টাকা নিয়েছিলেন কুন্দ্রা। ইডির দাবি, এই ২৮৫টি বিটকয়েনের মূল্য ১৫০ কোটি রুপি।

এর আগে ২০২১ সালে রাজ কুন্দ্রার বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছিল। মুম্বাইয়ে শিল্প বাণিজ্য মহল এবং পেজ থ্রি সোসাইটিতে রাজ পরিচিত মুখ। তার বিরুদ্ধে অশ্লীল ছবি তৈরির অভিযোগ উঠেছিল। সেই মামলায় গ্রেফতারও করা হয় রাজ কুন্দ্রাকে। পরে জামিনে মুক্তি পান তিনি। তবে সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি।

এটিএম/

Exit mobile version