Site icon Jamuna Television

খাশোগির দেহের কিছু অংশ মিললো ইস্তাম্বুলের জঙ্গলে

সাংবাদিক জামাল খাশোগির দেহের কিছু অংশ পাওয়া গেছে ইস্তাম্বুলের জঙ্গলে। তুরস্কের সৌদি কনস্যুলেট থেকে ৫০০ মিটার দূরে অবস্থিত জঙ্গলটি। এ তথ্য দিয়েছে স্কাই নিউজ। দুইটি সূত্রের বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, খাশোগির শরীর থেকে বিচ্ছিন্ন মাথার সন্ধান তারা পেয়েছেন।

২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ ছিলেন রাজপরিবারের কট্টর সমালোচক ও সাংবাদিক জামাল খাশোগি। কনস্যুলেটে প্রবেশের পর খাশোগিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছিলো। শুরুতে সৌদি আরব নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করলেও পরে চাপের মুখে স্বীকার করে নেয়।

Exit mobile version