Site icon Jamuna Television

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বের সর্ববৃহৎ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল সংলগ্ন চাঁনখারপুল এলাকায় নিমার্ণ করা এই ইনস্টিটিউটের উদ্বোধন করেন তিনি।

এটি পৃথিবীর সবচেয়ে বড় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। সরকারি খরচে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার জন্য বিশ্বের প্রথম বার্ন ইনস্টিটিউট এটি।

অত্যাধুনিক এ হাসপাতাল হচ্ছে ৫০০ শয্যাবিশিষ্ট। এখানে ৫০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট, ১২টি অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক পোস্ট অপারেটিভ ওয়ার্ড রয়েছে।

Exit mobile version