Site icon Jamuna Television

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিতের মিশনে এ মুহুর্তে জিম্বাবুয়েকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

সাগরিকার উইকেট আর শিশির মাথায় রেখে আগেই বাংলাদেশ অধিনায়ক জানিয়েছিলেন সুযোগ পেলে প্রথমে ফিল্ডিং করতে চান। টস জিতে তাই সিদ্ধান্ত বদলাননি মাশরাফী। একাদশেও কোনো পরিবর্তন নেই। আগের ম্যাচে অভিষিক্ত ফজলে রাব্বির উপরই আস্থা রেখেছেন টিম ম্যানেজমেন্টের। আর পূর্ণ সুস্থ হয়ে আগের দিন অনুশীলন করলেও অলরাউন্ডার সাইফুদ্দিনেই ভরসা টাইগারদের। তামিম ইকবাল না থাকায় দীর্ঘ ১৬ বছর পর চট্টগ্রামের কোনো ক্রিকেটার ছাড়া ম্যাচ হোস্ট করছে সাগরিকা।

Exit mobile version