Site icon Jamuna Television

ড. কামাল নষ্ট রাজনীতির প্রচারক: কাদের

জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা আগামী সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। টঙ্গিতে এক পথসভায় তিনি বলেন, ড. কামাল হোসেন নষ্ট রাজনীতির প্রবর্তক ও প্রচারক। তিনি এখন বিএনপি’র সাথে হাত মিলিয়েছেন। আজ বুধবার গাজীপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় তিনি আরো বলেন, ব্যারিস্টার মইনুল হোসেনকে ঐক্যফ্রন্টের নেতা হিসেবে নয় গ্রেফতার করা হয়েছে একজন অপরাধী হিসেবে। বিএনপি মাইনাস-টু এর নেতাদের সাথে হাত মিলিয়েছে। পরে সেতুমন্ত্রী টঙ্গী থেকে আওয়ামী লীগের নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Exit mobile version