Site icon Jamuna Television

বিপিএল: জয়ে ফিরল আবাহনী, আবারও ব্যর্থ শেখ জামাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) ফুটবলের ১২ তম রাউন্ডের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে আবাহনী লিমিটেড। শুক্রবার (১৯ এপ্রিল) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথমে পিছিয়ে পড়লেও জয় নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা।

ম্যাচের অষ্টম মিনিটে বক্সে তখন আবাহনীর ছয় ডিফেন্ডার থাকলেও কেউ পাহারায় রাখেনি আব্দুল্লাহকে। এর সুযোগ পুরোপুরি নিতে ভুল করেননি তিনি। বক্সের ঠিক উপর থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন শেখ জামালের এই মিডফিল্ডার। তবে ২০ মিনিটের ব্যবধানেই আবাহনী শিবিরে স্বস্তি ফেরে। ম্যাচের ২৮ তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফের্নান্দেস সমতায় ফেরান আবাহনীকে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রথম মিনিটেই সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াসের গোলে লিড নেয় আকাশী-নীল বাহিনী। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হৃদয়-রানারা।

দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলতে থাকে। কিন্তু নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় প্রথমার্ধের ফলাফলই বহাল থাকে ম্যাচ শেষে। এক গোলের ব্যবধানে ম্যাচ জিতে আবাহনী। মৌসুমের পঞ্চম হার নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।

এ ম্যাচের ফলাফলে মৌসুমে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে আছে আবাহনী। সমানসংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ জামাল।

উল্লেখ্য, প্রথম লেগেও আবাহনীর কাছে হেরেছিল শেখ জামাল। একই মাঠে স্টুয়ার্টের একমাত্র গোলে সেবার জিতেছিল আকাশি-নীল শিবির। 

/এমএইচআর

Exit mobile version