Site icon Jamuna Television

চীনের অ্যাপ স্টোর থেকে থ্রেডস ও হোওয়াটসঅ্যাপ সরাল অ্যাপেল

সরকারি আদেশ অনুযায়ী চীনের অ্যাপ স্টোর থেকে থ্রেডস ও হোওয়াটসঅ্যাপ সরাল অ্যাপেল। মূলত, দেশটির জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন আদেশ দিয়েছে চীনা সরকার। শুক্রবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হোওয়াটসঅ্যাপ ও থ্রেডস অ্যাপের মালিক মেটা। শুধুমাত্র অ্যাপ স্টোরের চীনা শাখায় এই পরিবর্তন আনা হয়েছে। তবে, অন্যান্য অঞ্চলের বাসিন্দারা এখনো এই দুটি অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

এক্ষেত্রে টেক জায়ান্ট মেটা জানিয়েছে যে, জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে খোদ চীনের সরকার তাদের এই নির্দেশ দিয়েছে। যেসকল দেশে তারা কাজ করে, তাদের আইন মেনে চলতে বাধ্য মেটা। সরকারের নেওয়া সিদ্ধান্তের সাথে একমত পোষণ না করলেও, চীনা সরকারের কথা অনুযায়ী কাজ করতে হবে।

তবে, চীনে থ্রেডস ও হোওয়াটসঅ্যাপ-এর পরিষেবা বন্ধ করে দেওয়া হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারসহ অন্যান্য মেটা অ্যাপগুলো অ্যাপ স্টোরে বিদ্যমান থাকবে। এমনকি ইউটিউব ও এক্স-এর মতো অ্যাপগুলোও এখনো ডাউনলোডের জন্য উপলব্ধ রয়েছে চীনে।

/এআই 

 

Exit mobile version