Site icon Jamuna Television

বায়ার্ন মিউনিখের ম্যানেজার হতে চলেছেন জিদান

বায়ার্ন মিউনিখের পরবর্তী ম্যানেজার হতে চলেছেন ফরাসি লিজেন্ড জিনেদিন জিদান। স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভোর মতে, রিয়াল মাদ্রিদের প্রাক্তন এই ম্যানেজার এবং জার্মান ক্লাবের মধ্যে এখনও আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি।

সম্প্রতি ইউলিয়ান নাগলসম্যান জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সাথে আগামী বিশ্বকাপ পর্যন্ত চুক্তির নবায়ন সেরেছেন। গুঞ্জন ছিল ইউরো আসর শেষেই জার্মানির জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন তিনি। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে চুক্তি নবায়ন করলেন তিনি।

নাগলসম্যানের বায়ার্নে ফেরা হচ্ছে না। এদিকে, লেভারকুসেনে আগামী মৌসুমে থাকার ঘোষণা দিয়েছেন জাভি আলোনসো। তাই, নতুন ম্যানেজার নিতে মরিয়া বায়ার্ন। নতুন ম্যানেজারের তালিকায় ফার্স্ট প্রায়োরিটি এখন জিজু।

/এআই

Exit mobile version