Site icon Jamuna Television

আদালতের ভেতরে ট্রাম্প, বাইরে শরীরে আগুন দিলেন যুবক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারিক কার্যক্রম চলাকালে আদালতের বাইরে নিজের শরীরে আগুন দিয়েছে এক তরুণ। নিহত তরুণের নাম ম্যাক্সওয়েল অ্যাজারেলো। শুক্রবার (১৯ এপ্রিল) এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই ব্যক্তি প্রথমে নিজের শরীরে তরল জ্বালানি ঢালেন। এরপর সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে শরীরে আগুন জ্বালিয়ে দেন।

ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন সেখানে অবস্থানরতরা। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে পুলিশ। এসময় চার পুলিশ সদস্যও আহত হন।

দগ্ধ ব্যক্তিকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কি কারণে ঐ তরুণ নিজের শরীরে আগুন দিয়েছেন তা এখনও জানা যায়নি।

/এমএইচ

Exit mobile version