Site icon Jamuna Television

আবারও একই কাজ করলে সর্বোচ্চ পর্যায়ের জবাব দেয়া হবে: ইরান

ইরানের ভূখণ্ডে হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত রকমের পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। বলেন, ইসরায়েল যদি তেহরানের স্বার্থবিরোধী কাজ করে, তবে ইরান তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে।

তিনি বলেন, ইসরায়েল আমাদের ভূখণ্ডে হামলার দুঃসাহস দেখিয়েছে, আমরাও তার জবাব দিয়েছি। কিন্তু তারা যদি আবারও একই কাজ করে এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে যায় তাহলে আমরা তাৎক্ষণিক এর জবাব দেবো। এবং তা হবে সর্বোচ্চ পর্যায়ের।

এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবারের আক্রমণে ইসরায়েল জড়িত কিনা তা এখনও যাচাই বাছাই চলছে। আক্রমণে ব্যবহৃত ড্রোনগুলো খেলনার মতো গুঁড়িয়ে দেয়া হয়েছে।

এই হামলার ব্যাপারে তেল আবিবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু না জানানো হলেও, ধারণা করা হচ্ছে, হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করেই করা হয়েছে।

এটিএম/

Exit mobile version