Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় তীব্র গরমে হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ দিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে টানা পাঁচদিন সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা।

এদিকে গরমে হাঁসফাঁস অবস্থা চলছে জনজীবনে। আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। চলমান দাবদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এটিএম/

Exit mobile version