Site icon Jamuna Television

বড় বিক্ষোভ করলো ইসরায়েলি জনগণ

হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে তেলআবিবে। শুক্রবার (১৯ এপ্রিল) তেলআবিব ও জেরুজালেমকে সংযুক্তকারী একটি হাইওয়ে অবরোধ করে চলে বিক্ষোভ।

ফলে তৈরি হয় ব্যাপক যানজট। সড়কের মাঝখানে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। জিম্মিদের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন তারা। দ্রুতই হামাসের সাথে চুক্তিতে যাওয়ার দাবি জানান তারা।

বিক্ষোভকারীদের বেশিরভাগই জিম্মিদের পরিবারের সদস্য। ৭ অক্টোবর তেল আবিবে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভ করে আসছে সাধারণ ইসরায়েলিরা।

এটিএম/

Exit mobile version