Site icon Jamuna Television

এফএ কাপ: সেমির মহারণে মুখোমুখি সিটি-চেলসি

এফএ কাপের ১ম সেমিফাইনালে মুখোমুখি দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও চেলসি। শনিবার (২০ এপ্রিল) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় শুরু হবে এই মহারণ।

টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ম্যানসিটি তবে এফএ কাপের সেমিফাইনালে ঠিকই ফেভারিট তারা। টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়নও পেপ গার্দিওলয়ার শিষ্যরা। সিটি ডিফেন্ডার কাইল ওয়াকার বলেছেন, সামর্থের সেরাটা দিয়ে জয় তুলে ফাইনালে পৌঁছাতে চায় তারা। তবে এই ম্যাচে ফিটনেস ইস্যুতে হ্যালান্ডের খেলা নিয়ে আছে সংশয়। ক্লাবের সাবেক ফুটবলার কোল পালমারই তাদের বিপক্ষে সবচেয়ে বড় অস্ত্র চেলসির।

উল্লেখ্য, স্ট্যামফোর্ড ব্রিজবাসীর জন্য সুখবর হলো রাহিম স্টারলিংয়ের ফিরে আসা। প্রিমিয়ার লিগের চলতি আসরের দুই লেগেই সিটিজেনদের বিপক্ষে গোল করেছিলেন স্টারলিং।

/এমএইচআর

Exit mobile version