Site icon Jamuna Television

হিট স্ট্রোকে পাবনা ও চুয়াডাঙ্গায় মৃত্যু ২

পাবনা ও চুয়াডাঙ্গা প্রতিনিধি:

তীব্র থেকে তীব্র দাবদাহে পুড়ছে গোটা পাবনা জেলা। অসহনীয় গরমে অতিষ্ঠ জেলার জনজীবন। দাবদাহে পাবনা শহরে হিট স্ট্রোক করে একজন মারা গেছেন। এ দিন জেলার ঈশ্বরদীতে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে পাবনা শহরের রুপকথা রোডে একটি চায়ের দোকানে চা পান করার সময় হিট স্ট্রোক করেন তিনি। মৃত সুকুমার দাস (৬০) শহরের শালগাড়িয়া জাকিরের মোড়ের বাসিন্দা।

এদিকে এর আগে, পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার দামুড়হুদায় একই কারণে মারা যান এক কৃষক। সকালে ধানের ক্ষেতে সেচ দিতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাকির হোসেন (৩৩) দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আমির হোসেন ছেলে। এছাড়া তিনি ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।

এটিএম/

Exit mobile version