Site icon Jamuna Television

সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় বাসের ৮ যাত্রী নিহতের মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বুধবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম সামছুল আলম এ আদেশ দেন। মনিরুল হক চৌধুরী এই মামলায় হাইকোর্ট থেকে নেয়া অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষে আজ বুধবার কুমিল্লার আদালতে আবার জামিন আবেদন করেন। তিনি বর্তমানে ঐক্য ফ্রন্টের সমন্বয়ক কমিটির অন্যতম সদস্যের দায়িত্ব পালন করছেন।

এই মামলায় আগামী ১১ নভেম্বর খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালত সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় পৌঁছালে, দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ওই বাসের ৮জন যাত্রী নিহত হন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা হয়।

Exit mobile version