Site icon Jamuna Television

টঙ্গীতে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন। নিহত হেলাল উদ্দিন (৩৫) ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রাধাকানাইয়া এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, টঙ্গী বাজার ভুষিরপট্টি এলাকার মাসুদা বেগমের চারতলা ভবনের ছাদে হেলালসহ কয়েক শ্রমিক রাতযাপন করতেন। তারা টঙ্গী বাজার এলাকায় পণ্যবাহি গাড়ির মালামাল লোড-আনলোড করেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার সেরে তারা ছাঁদে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে ছাদের কিনারায় বসে প্রস্রাব করতে গিয়ে ছাদ থেকে হেলাল নীচে পড়ে যান। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য বুধবার সকালে তার লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version