Site icon Jamuna Television

এক মাস পর নিয়মিত বিচারকাজে আপিল বিভাগ

দীর্ঘ ৩০ দিন ছুটির পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে নিয়মিত বিচারকাজে বসেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (২১ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিট থেকে আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়।

এদিকে সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের ৫০টি বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হয়। ২৩ দিনের ছুটি শেষে সর্বোচ্চ আদালত খোলায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখরিত দেখা যায় আদালত প্রাঙ্গণ।

এর আগে, গত ২২ মার্চ থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়। এর সঙ্গে যোগ হয় পবিত্র ঈদুল ফিতরের ছুটি। অবকাশকালীন ছুটির সময় আপিল বিভাগের চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে সীমিত পরিসরে বিচারকাজ চালু ছিল। এদিকে তীব্র গরমে উচ্চ আদালতে আজ থেকে আইনজীবীদের গাউন পরতে হচ্ছে না।

/এমএইচ

Exit mobile version