Site icon Jamuna Television

চেলসিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এফএ কাপের সেমিফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে পরাজয়ের ধাক্কা কাটিয়ে আরও একটি প্রতিযোগিতার ফাইনালে উঠলো সিটিজেনরা। শনিবার (২০ এপ্রিল) রাতে লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত শেষ চারের প্রথম ম্যাচে ব্লুজদের হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ফের ফাইনালে উঠলো পেপ গার্দিওলার শিষ্যরা।

হাইভোল্টেজ সেমিফাইনালে ছিলেন না সিটি তারকা আর্লিং হালান্ড। ম্যাচের ১৪ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাস থেকে গোল করতে ব্যর্থ হন ফিল ফোডেন। উল্টো ২৯ মিনিটে ব্লুজ স্ট্রাইকার নিকোলাস মিস করেন সহজ একটি গোলের সুযোগ। প্রথমার্ধের খেলায় দুদলই বেশ কয়েকটি সুযোগ মিস করলে স্কোরবোর্ডে কিছু যোগ না করেই বিরতিতে যায় দুদল।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোল মিসের মহড়ায় মাতে চেলসি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আবারও গোলের সুযোগ হারান নিকোলাস জ্যাকসন। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়াবে বলে মনে হচ্ছিল তখনই সিটির হয়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন পর্তুগিজ মিডফিল্ডার বার্নাদো সিলভা। নির্ধারিত সময় শেষ হবার মাত্র ৬ মিনিট আগে ডি ব্রুইনার ক্রস থেকে জোরালো শটে জয়সূচক গোলটি এনে দেন তিনি।

উল্লেখ্য, দ্বিতীয় সেমিফাইনালে কভেন্ট্রি-ম্যানইউ ম্যাচের বিজয়ী দলের সাথে ফাইনালে খেলতে নামবে সিটিজেনরা, আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে ফাইনাল। বরাবরের মতই ভেন্যু ওয়েম্বলি।

/এমএইচআর

Exit mobile version