Site icon Jamuna Television

উলভারহ্যাম্পটনকে হারিয়ে আবারও প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমের ৩৪ তম ম্যাচডে তে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। শনিবার (২০ এপ্রিল) রাতে উলভারহ্যাম্পটনের মাঠে আতিথ্য নেয় মিকেল আর্তেতার শিষ্যরা। এজয়ে ম্যানসিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রইল দ্য গানার্স।

মিডল্যান্ডসে এদিন স্বাগতিকদের চাপে রেখে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে আর্সেনাল। উলভারহ্যাম্পটনের জমাট রক্ষণে গোলের দেখা পাচ্ছিলো না আর্সেনাল। ডেডলক ভাঙতে অতিথিদের অপেক্ষা করতে হয় ৪৫ মিনিট পর্যন্ত। প্রথমার্ধের শেষ সময়ে লিয়ান্দ্রো ট্রোসার্ডের দারুণ গোলে লিড নেয় গানাররা। গ্যাব্রিয়েল হেসুসের কাছ থেকে বল পেয়ে উলভারহ্যাম্পটনের একাধিক ফুটবলারদের ভেতর দিয়ে আড়াআড়ি শটে স্কোরলাইন ১-০ করেন এই বেলজিয়ান স্ট্রাইকার। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে মিকেল আর্তেতার দল। তবে গোল সংখ্যা বাড়াতে পারছিলো না দলটি। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ওডেগার্ডের গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

/এমএইচআর

Exit mobile version