Site icon Jamuna Television

ট্রেনে আঙুল কাটা পড়েছে আনু মুহাম্মদের

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেন দুর্ঘটনায় এক পায়ের পাঁচটি আঙুলই কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের।

রোববার (২১ এপ্রিল) বেলা ১১টার সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, দিনাজপুর থেকে ফিরছিলেন তিনি। ঢাকার খিলগাঁও পৌঁছালে ট্রেন থেকে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

উল্লেখ্য, আনু মুহাম্মদ বাংলাদেশে মার্কসীয় অর্থনীতি ও রাজনৈতিক অর্থনীতি সংক্রান্ত আলোচনায় একজন পরিচিত লেখক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। ২০২৩ সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। এছাড়া একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগেও শিক্ষকতা করেছেন তিনি। শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশে শোষণ, বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য বিরোধী তত্ত্বচর্চ‍া ও লড়াইয়ের একজন সক্রিয় ও সরব মুখ হিসেবেও সুপরিচিত আনু মুহাম্মদ।

/এমএইচ

Exit mobile version