Site icon Jamuna Television

আজ এল ক্লাসিকো

স্প্যানিশ লা লিগার মহা ক্লাসিকো আজ। রোববার (২১ এপ্রিল) দিবাগত রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১টায়।

চলতি মৌসুমে লিগে ৩১ রাউন্ড শেষে ৭৮ পয়েন্টে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৮ পয়েন্টে পিছিয়ে টেবিলে দুইয়ে বার্সা। আজকের ম্যাচে বার্সা জিতলেও লিগে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকবে লস ব্লাঙ্কোসরা। এরপর হাতে থাকবে আরও ছয় ম্যাচ। তবে বড় ধরনের কোনো অঘটন না ঘটলে রিয়ালের হাতেই উঠতে যাচ্ছে এবারের লিগ শিরোপা।

বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে। অপরদিকে দ্বিতীয় লেগে শ্বাসরুদ্ধকর টাইব্রেকে সিটিকে হারিয়ে সেমিফাইনালে পা দেয় রিয়াল। তাই ফুরফুরে মেজাজে আছে আনচেলত্তির দল।

চলতি মৌসুমে লিগে প্রথম দেখায় বার্সার মাঠে জিতেছিল রিয়াল। সবশেষ সুপার কাপেও রিয়ালের কাছে হেরেছে কাতালান ক্লাবটি। গত মৌসুমেও লা লিগায় নিজেদের মাঠে বার্সাকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ।

উল্লেখ্য, বার্সা কোচ জাভির শেষ ক্লাসিকো এটি। মৌসুম শেষে ক্লাব ছাড়বেন তিনি। ফুটবল ভক্ত ও নেটিজেনদের কাছে আগের সেই উত্তাপময় এল ক্লাসিকো হারিয়েছে তার জৌলুস। তবুও ঐতিহ্যগত ও বনেদিয়ানায় ‘এল ক্লাসিকো’ তার জায়গায় স্বমহিমায় বহাল।

/এমএইচআর

Exit mobile version