Site icon Jamuna Television

আগামী মাসে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

আগামী মে মাসের প্রথম সপ্তাহে ঢাকা সফরে আসবেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এর আগে, চলতি মাসে ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের কথা থাকলেও তা অভ্যন্তরীণ কারণে বাতিল হয় বলে জনানো হয়েছিল।

সূত্র জানায়, এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের বিনিময় এবং দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা এজেন্ডার অগ্রগতি পর্যালোচনার অংশ। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের দিনক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।

এটিএম/

Exit mobile version