Site icon Jamuna Television

নরসিংদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

ষ্টাফ করেসপনডেন্ট,নরসিংদী :

নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মারা যাওয়া ওই যুবকের না, সাফকাত জামিল ইবান (৩২)। সে পেশায় একজন কাপড় ব্যবসায়ী। সদর উপজেলার মাধবদী থানার ভগিরথপুর এলাকার মৃত জাকারিয়া জামিলের ছেলে সে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, স্ত্রী এবং তিন বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে নারয়াণগঞ্জ থেকে ঈদ পরবর্তী বেড়ানো শেষ করে নিজ বাড়ি ফিরছিলেন ইবান। এসময় তীব্র তাপদাহের ফলে হিটস্ট্রোকে আক্রান্ত হন। পরবর্তীতে বাড়ি ফিরেও অজ্ঞান এবং অতিরিক্ত ঘামে স্বস্তিবোধ না করায় সদর হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তার।

সদর হাসপাতালের আবাসিক মেডিকলে অফিসার ডা. মাহমুদুল কবির বাশার বলেন, রোদের মধ্যে চলাফেরা এবং প্রচুর ঘামের ফলেই অজ্ঞান হয়ে যায় ইবান। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে হিটস্ট্রোক মনে হলেও তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version