Site icon Jamuna Television

কোহলি-বাবরকে পেছনে ফেলে রিজওয়ানের রেকর্ড

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রানের রেকর্ড গড়েছেন পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। মাত্র ৭৯ ম্যাচে তিন হাজারি ক্লাবে নাম লেখিয়ে এই রেকর্ড গড়েন তিনি।

শনিবার (২০ এপ্রিল) রাতে রাওয়ালপিন্ডিতে  দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পায় পাকিস্তান। এই ম্যাচে ৩৪ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলে রেকর্ড গড়েন রিজওয়ান। এই ইনিংসের পথে ১৯ রানে থাকতে ৩ হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি।

এর আগে ৮১ ইনিংসে তিন হাজার রানের ক্লাবে নাম লিখিয়ে যৌথভাবে রেকর্ডের মালিক ছিলেন বাবর আজম ও ভিরাট কোহলি।

৯২ টি-টোয়েন্টিতে ৭৯ ইনিংস খেলে ৪৯.৬১ গড়ে ৩০২৬ রান রিজওয়ানের। ১২৭.৬৩ স্ট্রাইকরেট অবশ্য নানান সময়েই তাকে প্রশ্নের মুখে ফেলে। এছাড়াও টি-টোয়েন্টিতে পাকিস্তানের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৩ হাজারি ক্লাবে নাম লেখালেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। সবমিলিয়ে এই ফরম্যাটে তিন হাজার রানের দেখা পেয়েছেন কেবল ৮ ব্যাটার।

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে রিজওয়ান, কোহলি এবং বাবর ছাড়া তিন হাজারি ক্লাবে আছেন আরও পাঁচ ক্রিকেটার। তারা হলেন – অস্ট্রেলিয়ার  অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ভারতের রোহিত শর্মা ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

/আরআইএম

Exit mobile version