Site icon Jamuna Television

নতুন বিতর্কে শামি, অন্য নারীর সাথে ‘অশালীন’ চ্যাটের অভিযোগ হাসিনের

ফাইল ছবি

ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই চোটের কারণে জাতীয় দলের বাইরে আছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। ছিলেন না দক্ষিণ আফ্রিকা সফরে। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেও অনিশ্চিত। এরই মাঝে আবার খবরের শিরোনামে শামি। তবে সেটি ক্রিকেট নয়, তার ব্যক্তিগত জীবন নিয়ে।

স্ত্রী হাসিন জাহানের সঙ্গে তার মতবিরোধ নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন তারা দুজন। তবে এবার আরও গুরুতর কিছু স্ক্রিনশট সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন হাসিন।

স্ক্রিনশট গুলোতে দেখা যাচ্ছে, বিভিন্ন নারীদের সঙ্গে নানা ধরণের যৌন উসকানিমূলক কথা বলছেন শামি। কখনো অনুরোধ করছেন বিকিনি পড়ার জন্য আবার কখনো আলোচনা করছেন যৌন সম্পর্কের বিভিন্ন ধাপ নিয়েও।

এই পোস্ট দেখা মাত্রই দুই ভাগে বিভক্ত হয়ে পরেন নেটিজেনরা। হাসিনের পক্ষ নিয়ে কমেন্টস বক্সে একজন লিখেছেন, স্পষ্টই সব দোষ শামির। ওর শাস্তি হোক। শামি ভালো ক্রিকেট খেলে ঠিকই, কিন্তু সে ভালো মানুষ না। যার প্রমাণ এই চ্যাটিংগুলো।

আবার শামি ভক্তরা বলছেন ভিন্ন কথা। কমেন্টস বক্সে রীতিমত ধুয়ে দিয়েছেন শামি পত্নিকে। এক নেটিজেন লিখেছেন, এই মেয়েটার আরও বেশি টাকা লাগবে। আবার সে অসভ্যতা শুরু করেছে। এগুলো যে শামি পাঠিয়েছে তার প্রমাণ কই? তুমি তো নিজেও লিখতে পারো। ফোন নম্বর যেভাবে সেভ করা, তাতে তো পুরোটাই ফেইক মনে হচ্ছে।

এই পুরো বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন খোদ শামি নিজেই। স্ক্রিনশটগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ইয়া আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দাও। আমাকে আর আমার মেয়েকেও ইনসাফ দাও। কিছু পাগল কুকুরের দল আমার পেছনে লেগে আছে। ওই কুকুরগুলোকে তুমি শাস্তি দাও।

আইপিএলে কেকেআরের হয়ে খেলার সময় চিয়ার লিডার হাসিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মোহাম্মদ শামি। ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ২০১৫ সালে তাদের কোলজুড়ে আসে একটি মেয়ে সন্তান। এরপর থেকে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় এই দম্পতির। ২০১৮ সাল থেকে আলাদা থাকছেন শামি-হাসিন সম্পতি। যদিও এখনও আইনত বিচ্ছেদ হয়নি তাদের। পরিবারের ভরণপোষনের জন্য প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার টাকা দেন শামি।

/এনকে

Exit mobile version