Site icon Jamuna Television

এডিসের লার্ভা পাওয়া গেলেই জেল-জরিমানা: মেয়র আতিক

ফাইল ছবি।

আগামী ২৭ এপ্রিল থেকে কারোর বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেলে জেল-জরিমানা করা হবে। সরকারি অফিসসহ সিটি করপোরেশনের কোনো অফিসে লার্ভা পাওয়া গেলে সেখানেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (২২ এপ্রিল) সকালে মিরপুরের রুপনগর আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির জনসচেতনামূলক প্রচার অভিযান উদ্বোধনে এসব কথা বলেন তিনি।

এসময় ৭২টি ওয়ার্ডে ক্যাম্পেইনের পাশাপাশি ৫৪টি ওয়ার্ডে আজ থেকেই অভিযান পরিচালনা করার কথা জানান তিনি। বলেন, মতবিনিময়ের জন্য প্রত্যেক কাউন্সিলরকে ৫০ হাজার করে মোট ৩৬ লক্ষ টাকা কাউন্সিলরদের দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, ডেঙ্গু জন্ম নিতে পারে এমন জিনিস কিনে নেবে সিটি করপোরেশন। এরই ধারাবাহিকতায় উত্তর সিটি কর্পোরেশন চিপসের প্যাকেট, ডাবের খোসা, পানির বোতল কিনে নিচ্ছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version