Site icon Jamuna Television

নাটোরে ধর্ষণের পর ভাতিজিকে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় ভাতিজিকে ধর্ষণের পর হত্যার দায়ে শাহাদত হোসেন নামে একজনকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার (২২ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাহাদত সিংড়া উপজেলার দেওগাছা উত্তপাড়া গ্রামের মোসলেম প্রামাণিকের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আনিসুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আনিসুর রহমান জানান, ২০১৯ সালের ৪ আগস্ট ১৬ বছর ওই কিশোরী ও তার ছোট দুই ভাই-বোনকে রেখে তাদের পরিবারের সদস্যরা এক নিকটাত্মীয়র মুত্যু সংবাদে পাশ্ববর্তী পাকুয়া গ্রামে যায়। পরে কিশোরীর দুই ভাইবোনও স্কুলে চলে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় তার আপন চাচা শাহাদত বাড়িতে প্রবেশ করে। পরে শাহাদত তার ভাতিজিকে ধর্ষণ করে। এসময় কিশোরী ঘটনাটি সবাইকে বলে দেয়ার কথা বললে শাহাদত তাকে শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় নিহত কিশোরীর মা শাহাদতকে অভিযুক্ত সিংড়া থানায় মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত শাহাদতকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় শাহাদত আদালতে উপস্থিত ছিল।

/এনকে

Exit mobile version