Site icon Jamuna Television

১৭ বাংলাদেশি বন্দিকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

আহমাদুল কবির, মালয়েশিয়া:

বিভিন্ন সময়ে আটক হওয়া ১৭ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের অভিবাসন বিভাগ।

রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে রোববার (২১ এপ্রিল) সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে বন্দি ১৭ বাংলাদেশিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল ভারত, ফিলিপিন ও পাকিস্তানের আরও ২৫ জনকে একইভাবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় বলেও উল্লেখ করা হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায়া প্রবেশে করতে না পারে সেজন্য তাদেরকে করা হয় ‘কালো তালিকাভুক্ত’।

দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য তাদের সাজা শেষ হওয়ার পর আকাশপথে নিজ খরচে দেশে ফেরত পাঠানো হয়।

উল্লেখ্য, পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে রমজান মাসে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চীন, মিয়ানমার এবং অন্যান্য দেশের নাগরিকদেরও ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

/এমএইচআর

Exit mobile version