Site icon Jamuna Television

ধোনির ছবি দিয়ে ছড়ানো হচ্ছে অপতথ্য, কংগ্রেসকে ভোট দিতে বলেননি এমএস

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি পুরনো ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সেখানে লেখা হচ্ছে, ধোনি কংগ্রেসকে ভোট দেয়ার জন্য লোকদের আহ্বান জানাচ্ছেন।

মূলত ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ধোনি তার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের (সিএসকে) জার্সিতে ছয় আঙ্গুল দেখাচ্ছেন। সেই ছবিটি নিয়েই মিথ্যা তথ্য ছড়ানো হয়। অথচ ছবিটি ২০২০ সালে তোলা; যখন তার ফ্র্যাঞ্চাইজি দল এক্সে (সাবেক টুইটার) ৬ মিলিয়ন ফলোয়ার পূর্ণ করেছিল।

ধোনির সেই পুরনো ছবি দিয়ে বিতর্কিত চলচ্চিত্র সমালোচক কামাল আর খান সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। লেখেন, ‘ধোনি স্পষ্টভাবে বলছেন যে তিনি কংগ্রেসকে ভোট দিয়েছেন’।

ছবি: সংগৃহীত

অন্য একজন এক্স ব্যবহারকারী ক্যাপশনসহ ছবিটি পোস্ট করে লেখেন, কেন ভোট দেয়ার পরে ধোনি তার হাতের আঙ্গুল প্রদর্শন করছেন?

তবে ফ্যাক্ট চেকারদের গ্রুপ ‌’বুম’ ছবিটি প্রযুক্তির সহায়তা নিয়ে অনুসন্ধান শুরু করে। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নিশ্চিত হয়, ছবিটি আগের এবং অপতথ্য ছড়ানোর লক্ষ্যে তা ব্যবহার করা হচ্ছে।

/আরআইএম

Exit mobile version