Site icon Jamuna Television

যশোরে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

জঙ্গি আস্তানা সন্দেহে যশোরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, চার তলা বাড়িটির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলী।

দুই মাস আগে মশিউর রহমান নামে কুষ্টিয়ার এক ব্যক্তি পরিবারসহ বাড়িটি ভাড়া নেয়। সে হারবাল ওষুধ কোম্পানিতে চাকরি করে বলে জানিয়েছিলো। গত রাতে ভবনের দোতলায় জঙ্গিরা অবস্থান করছে, এমন খবর পেয়ে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ।

আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার সকালে ভবনটিতে বসবাসরত অন্য বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বাড়ির ভেতরে নব্য জেএমবি নেতা মারজানের বোন থাকতে পারে ধারণা করছে পুলিশ।

Exit mobile version