Site icon Jamuna Television

বৃষ্টি কামনায় খুলনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় ইসতিসকার নামাজ আদায় 

সারাদেশ ডেস্ক:

চলমান দাবদাহ থেকে পরিত্রাণ পেতে স্বস্তির বৃষ্টির জন্য খুলনায়, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরীর শহীদ হাদিস পার্কে এই নামাজ অনুষ্ঠিত হয়।

খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইমাম পরিষদের সহযোগিতায় এই নামাজ অনুষ্ঠিত হয়। এসময় আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে প্রাণীকুলকে শান্তি দেওয়ার জন্য বিশেষ মোনাজাতও করা হয়। নামাজে ইমামতি করেন গোয়ালখালী মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

এছাড়াও কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বরইচড়া মাঠে নামাজ আদায় করেন স্থানীয়রা। চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠেও আদায় করা হয় নামাজ। নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

/এএস

Exit mobile version