Site icon Jamuna Television

পদত্যাগ না করেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন: হাইকোর্ট

ফাইল ছবি

পদত্যাগ না করেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা; এমন আদেশ দিয়েছে হাইকোর্ট। এই আদেশের ফলে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

কুষ্টিয়া ও সিলেটের দুটি উপজেলা নির্বাচনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক।

/এমএইচ

Exit mobile version