Site icon Jamuna Television

‘ইলন মাস্ক একজন দাম্ভিক বিলিয়নিয়ার’

ফাইল ছবি।

বাগযুদ্ধে মেতেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ও ধনকুবের ইলন মাস্ক। গির্জায় ছুরিকাঘাতের ফুটেজ সরিয়ে নিতে এক্সের (সাবেক টুইটার) অনিচ্ছার কারণে ইলন মাস্ককে ‘দাম্ভিক বিলিয়নিয়ার’ হিসেবে আখ্যা দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

সোমবার (২২ এপ্রিল) এমন মন্তব্য করেন তিনি। জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি।

আলবানিজের দাবি, নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন মাস্ক। মাস্কের মালিকানাধীন সামাজিকমাধ্যম এক্স থেকে সিডনির গির্জায় ছুরিকাঘাতের ঘটনার ছবি সরিয়ে নেয়ার নির্দেশকে কেন্দ্র করে চলছে এই বাগযুদ্ধ।

সম্প্রতি, সিডনির একটি গির্জায় ছুরিকাঘাতে আহত হন এক বিশপ। ওই হামলার ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিকমাধ্যম এক্সে ছড়িয়ে পড়ে। যা সরিয়ে নেয়ার নির্দেশ দেন সিডনির একটি আদালত। এরপর আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নেন ইলন মাস্ক। এমনকি বাক স্বাধীনতায় হস্তক্ষেপের দাবি তুলে এই ইস্যুতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে বিদ্রুপও করেন তিনি।

/এএম

Exit mobile version