Site icon Jamuna Television

ভারতে নির্বাচন: আবারও বন্ধ বাংলাবান্ধার ইমিগ্রেশন-বাণিজ্য

পঞ্চগড় করেসপনডেন্ট:

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬ এপ্রিল। আর এই ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্ত দিয়ে ইমিগ্রেশনসহ সকল ধরণের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতের দার্জিলিং জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কালেক্টর এবং নির্বাচন অফিসার ডাঃ প্রীতি গোয়েলের স্বাক্ষরিত একটি নথির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয় বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

জানা গেছে, ভারতের দার্জিলিং জেলায় লোকসভার সাধারণ নির্বাচনের কারণে আগামীকাল বুধবার থেকে শুক্রবার (২৪ থেকে ২৬ এপ্রিল) পর্যন্ত টানা ৩ দিন ইমিগ্রেশনসহ সকল ধরণের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এর মাঝে ভারতীয় ফুলবাড়ী ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ থেকে শুধুমাত্র ভারতীয় সকল যাত্রী এবং বাংলাদেশের জরুরি মেডিকেল যাত্রী ভারতে প্রবেশ করতে পারবে।

একইসাথে ভারত থেকে সকল বাংলাদেশি যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে। তবে কোন টুরিস্ট যাত্রী এই সময়ে ভারতে প্রবেশ করতে পারবে না। বন্ধের পর আগামী ২৭ এপ্রিল থেকে আবারও স্বাভাবিক হবে বন্দরের কার্যক্রম।

/এমএইচ

Exit mobile version