Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে একটি সুপারমার্কেটে বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে নারীসহ অন্তত দু’জনের। হামলাকারী পলাতক। বুধবার, লুইসভিল এলাকার ক্রোগার সুপারমার্কেটে হয় এ গোলাগুলি।

দুপুরের দিকে প্রথমে দোকানের ভেতরে গুলি করে এক ব্যক্তিকে হত্যার পর বাইরে বেরিয়ে আসে হামলাকারী। পরে পার্কিং লটে গুলি চালায় এক কৃষ্ণাঙ্গ নারীর ওপর। গাড়ি নিয়ে পালানোর সময় তাকে ধাওয়া করে আরেক সশস্ত্র পথচারী। এসময় দু’জনের মধ্যে গোলাগুলিও হয়।

এ ঘটনায় বন্দুকধারী পথচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যদিও সন্ধান মেলেনি আসল হামলাকারীর। সন্দেহভাজন এবং নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বর্ণবাদী হামলা ছিল এটি।

Exit mobile version