Site icon Jamuna Television

ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহে বৃষ্টির জন্য প্রার্থনা করে বিশেষ নামাজ সালাতুল ইসতিসকা আদায় করেছেন স্থানীয়রা। বুধবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় জেলা ইমাম পরিষদের উদ্যোগে শহরের ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই নামাজের আয়োজন করা হয়।

নামাজ উপলক্ষে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সর্বস্তরের মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।

নামাজে অংশ নেয়া সাধরাণ মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে ঝিনাইদহসহ সারাদেশে বৃষ্টি নেই। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ করেন এটাই প্রার্থনা।

ঝিনাইদহ ইমাম পরিষদের সভাপতি সাইদুর রহমান বলেন, যখন দীর্ঘদিন বৃষ্টি হতো না, তখন নবী করিম (স.) সাহাবাদের নিয়ে যে বিশেষ সালাত আদায় করতেন, তাকে সালাতুল ইসতিসকা বলে। ইসতিসকা মানে বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা।

/এএস

Exit mobile version