Site icon Jamuna Television

ওবামা, ক্লিনটনের বাসায় বোমা!

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, হিলারি ক্লিনটন এবং সিএনএন’র অফিসে পাঠানো পার্সেল থেকে বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়েছে। মার্কিন গোয়েন্দা দফতর এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, মার্কিন সাবেক রাজনৈতিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানে ঠিকানায় পাঠানো পার্সেল পরীক্ষা করে বোমা পাওয়া যায়। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছানোর আগেই সনাক্ত করায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। প্রশাসন জানায়, পার্সেলে মোড়ানো একটি খামের মধ্যে সাদা বিস্ফোরক পাউডার পাওয়া গেছে। এ রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এদিকে চাঞ্চল্যকর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, আমার সর্বোচ্চ দায়িত্ব, যে কোন মূল্যে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা। আজ এ বিষয়ে কথা বলতে চাই, যে কি করতে পারি আমরা। প্রশাসন এরই মধ্যে অপরাধী সনাক্তে কাজ শুরু করেছে। আশা করছি দ্রুতই তাদেরকে গ্রেফতারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারবো।

Exit mobile version