Site icon Jamuna Television

বৃষ্টির আশায় তামিরুল মিল্লাতে বিশেষ নামাজ

তীব্র দাবদাহে আল্লাহ তা’আলার রহমতের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে রাজধানীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে ইস্তিসকা অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।

এ নামাজ উপলক্ষ্যে সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত হতে থাকেন সর্বস্তরের মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য সকলেই বিশেষ দোয়ায় অংশ নেন।

মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশজুড়ে বৃষ্টি নেই। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ করেন এটাই আল্লাহর কাছে প্রার্থনা করছি।

/এমএইচ

Exit mobile version