Site icon Jamuna Television

রাজবাড়ীতে হিটস্ট্রোকে স্কু‌লশিক্ষকের মৃত্যু

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোকে মো. নুর ইসলাম (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপু‌রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তিনি মারা যান। তি‌নি গোয়ালন্দ পৌরসভার বালিয়াডাঙ্গার বা‌সিন্দা।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক নুর ইসলাম সকাল ১০টার দিকে গরমে অসুস্থ হয়ে নিজ বাড়ির পাশেই মাটিতে পড়ে যান। এসময় পরিবারের লোকজন প্রথমে তার মাথায় পানি ঢালে। পরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু করার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। 

গোয়ালন্দ উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. ফার‌সিম তারান্নুম হক জানান, তিনি ডায়াবে‌টিক রোগী ছি‌লেন। পরীক্ষা করে দেখা যায় তার ডায়াবে‌টিকের মাত্রা ছি‌লো ১৯। হাসপাতা‌লে আনার পর রক্তের এক‌টি পরিক্ষা করে ইসি‌জি করতে নেবার সময় তার মৃত্যু হয়। ‌

তিনি আরও প‌রিবা‌রের সাথে কথা বলে জানা তি‌নি রোদে কাজ কর‌ছি‌লেন। ডায়া‌বে‌টিক ও গর‌মের কারণেই তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version