Site icon Jamuna Television

তরুণীর সাথে অসদাচরণকারী পুলিশ সদস্যরা ছাড় পাবে না: ডিএমপি কমিশনার

রামপুরায় সোমবার রাতে এক তরুণীর সাথে অসদারচরণকারী পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ওই পুলিশ সদস্যদের কোনো ছাড় দেয়া হবে না। আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কমিশনার এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, শত চেষ্টাতেও সড়কে শৃঙ্খলা ফেরানো যায়নি। তাই তৃতীয়বারের মতো রাজধানীতে বিশেষ ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে বলে জানান তিনি।

ডিএমপি কমিশনার জানান, ২৪ থেকে ৩০ অক্টোবর তৃতীয়বারের মতো ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো উদ্বেগের কারণ নেই। জননিরাপত্তা বিঘ্ন যারা ঘটাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন তিনি।

Exit mobile version