Site icon Jamuna Television

চকরিয়ায় নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ ২ তরুণের মরদেহ উদ্ধার

কক্সবাজার করেসপনডেন্ট:

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বেতুয়া বাজার সেতু এলাকায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। একইদিন বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ তরুণেরা হলেন পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কালা গাজী সিকদারপাড়ার ইদ্রিস মিয়ার ছেলে মনছুর আলম (২১) ও সিকান্দারপাড়ার আবদুস সালামের ছেলে মো. মুবিন (১৮)।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না জানান, আজ সকাল ৯টার দিকে বেতুয়া বাজার সেতু এলাকায় কয়েক যুবক মাতামুহুরী নদীতে মাছ ধরতে নামেন। এ সময় নদীর একটি নির্দিষ্ট জায়গায় এসে তলিয়ে যায় ওই দুই তরুণ। এর পর থেকে স্থানীয় লোকজন তাদের খোঁজে নদীতে নামেন। বেলা ১১টা থেকে চকরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরাও তাদের খোঁজে নদীতে তল্লাশি চালানো শুরু করে। এরপর বিকেলে তাদের মরদেহ উদ্ধার হয়।

/এমএইচ

Exit mobile version