Site icon Jamuna Television

রাজধানীবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছে ফায়ার সার্ভিস

সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত। এ অবস্থায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে সুপেয় পানির ব্যবস্থা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল। আজ সকাল থেকে ঢাকা শহরের বিভিন্নস্থানে ১৮শ’ লিটারের ওয়াটার ট্যাংক স্থাপন করে এই সেবা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা শহরের সচিবলায়ের সামনে, ধানমণ্ডির ৫নং সড়কসহ ঢাকা শহরের বিভিন্নস্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম চলমান থাকবে। যতোদিন তীব্র তাপপ্রবাহ চলমান থাকবে, ততোদিন এই কার্যক্রম চলমান থাকবে।

ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহ উদ্দিন বলেন, যারা রাস্তায় সামান্যতম ক্লান্তিতে থাকবেন, তারা এই ওয়াটার ট্যাংক থেকে পানি পান করতে পারবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দুজন ফায়ারফাইটার পানি বিতরণ ও রক্ষণাবেক্ষণের জন্য ওয়াটার ট্যাংকের পাশে অবস্থান করবেন।

এর আগে, গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজধানীর বিভিন্ন পয়েন্টে সুপেয় পানির ব্যবস্থা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

/এএম  

Exit mobile version