Site icon Jamuna Television

ভারতে নাগরিকত্ব পাবে বাংলাদেশি নির্যাতিত সংখ্যালঘুরা: অমিত শাহ

ভারতে চলছে ১৮ তম লোকসভা নির্বাচন। সাত দফায় অনুষ্ঠিত সেই ভোটের প্রথম দফা ইতোমধ্যেই শেষ হয়েছে। দেশটির রাজনৈতিক নেতারা ব্যস্ত নির্বাচনী প্রচারণায়। এরকমই এক নির্বাচনী সভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়া হবে দেশটিতে। মঙ্গলবার (২৩ এপ্রিল) পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

এসময় অমিত শাহ আরও বলেন, অনুপ্রবেশকারীদের হাত থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে সংশোধিত নাগরিগকত্ব আইন কার্যকর করা জরুরি। তাদের রুখতে বিজেপি সরকারের বিকল্প নেই বলেও দাবি করেন অমিত। তিনি অভিযোগ আনেন, রাজনৈতিক কারণেই সিএএ এবং এনআরসি বাস্তবায়নের বিরোধীতা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ ভোটের মাধ্যমে প্রত্যাঘাত করবে বলেও হুঁশিয়ারি দেন অমিত শাহ।

উল্লেখ্য, বিজেপির দীর্ঘদিনের অভিযোগ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের রাজ্যে তাদের দলীয় ভোটব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে মমতা ব্যানার্জির তৃণমুল কংগ্রেস।

/এমএইচআর

Exit mobile version