Site icon Jamuna Television

ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দান্ত জয়

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আক্রমণ পাল্টা আক্রমণের এ ম্যাচে দুই দফা পিছিয়ে পড়ার পরও ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে দারুণ জয় তুলে নেয় এরিক টেন হাগের দল।

বুধবার (২৪ এপ্রিল) রাতে নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শেফিল্ড ইউনাইটেডকে আতিথ্য জানায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে শেফিল্ড ইউনাইটেডকে চাপের মধ্যে রাখে রেড ডেভিলরা। ম্যাচের প্রথম মিনিটেই দিয়োগো দালোতের জোরালো শট বাজপাখির মতো উড়ে একহাতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান শেফিল্ড গোলরক্ষক ওয়েস ফোডারিংহ্যাম। ১৭তম মিনিটে আলেহান্দ্রো গারনাচোর একটি প্রচেষ্টাও ফিরিয়ে জাল অক্ষত রাখেন তিনি।

ম্যাচের ৩৫তম মিনিটে গোলরক্ষক আন্দ্রে ওনানার অমার্জনীয় এক ভুলে গোল হজম করে ম্যানচেস্টার ইউনাইটেড। সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিয়ে ক্যামেরুনের গোলরক্ষক অন্য পাশে দুর্বল পাসে বল বাড়ান দালোতের উদ্দেশে, ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে ওনানার পাশ দিয়ে জালে পাঠান জেডেন বোগল। সমতায় ফিরতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। সাত মিনিট পরেই গারনাচোর বাড়ানো বলে হ্যারি ম্যাগুয়ারের চমৎকার হেডে সমতায় ফিরে এরিক টেন হেগের দল।

বিরতির আগে এগিয়েও যেতে পারতো স্বাগতিকরা। ওনানার উঁচু করে বাড়ানো বল গাসমুস হয়লুনের পা ছুঁয়ে পেয়ে যান গারনাচো। এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রচেষ্টা হাত বাড়িয়ে ঠেকান এগিয়ে থাকা ফোডারিংহ্যাম। ফলে ১-১ এর সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে পঞ্চম মিনিটে ফের এগিয়ে যায় শেফিল্ড। সতীর্থের পাসে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে গোলটি করেন বেন দিয়াস।এরপরের গল্পটা শুধুই ম্যানচেস্টার ইউনাইটেডের। পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের উপর আক্রমণের ঝড় বইয়ে দেয় রেড ডেভিলরা। ম্যাচের ৬০তম মিনিটে কর্নারের পর শেফিল্ডের জালে বল পাঠায় ম্যানচেস্টারের দলটি, তবে তার আগেই ম্যাগুয়ার ফাউলের শিকার হওয়ায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা টানেন ব্রুনো ফার্নান্দেজ।

ম্যাচের ৮১তম মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন ব্রুনো ফার্নান্দেজ। বক্সের বাইরে থেকে জোরাল শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রুনো। মিনিট চারেক পর হয়লুন্দের করা দলের চতুর্থ গোলের যোগানদাতাও ছিলেন এই পর্তুগিজ মিডফিল্ডার। লিগে চার ম্যাচ পর জয়ের স্বাদ পেল রেড ডেভিলরা। সবশেষ আট ম্যাচের মধ্যে তাদের মাত্র দ্বিতীয় জয় এটি। এই জয়ে ৩৩ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম হটস্পার। ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে অ্যাস্টন ভিলা।

/আরআইএম

Exit mobile version