Site icon Jamuna Television

ভাষণ দেয়ার সময়ে অজ্ঞান হয়ে গেলেন মন্ত্রী!

নির্বাচনী সভায় ভাষণ দিচ্ছিলেন বিজেপি নেতা নিতিন গড়করি। ভাষণ দেয়ার সময়ে আচমকা জ্ঞান হারিয়ে স্টেজে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা। তারাই নিতিনকে ধরাধরি করে স্টেজের নীচে নিয়ে যান।

বুধবার (২৪ এপ্রিল) মহারাষ্ট্র প্রদেশের এক জনসভায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

মহারাষ্ট্র প্রদেশের নির্বাচনী সভায় বক্তৃতা করার সময়ে অজ্ঞান হয়ে পড়েন কেন্দ্রীয় এই মন্ত্রী। স্টেজেই মাথা ঘুরে পড়ে যান তিনি। এসময় দেহরক্ষী ও দলীয় নেতারা ছুটে এসে তাকে ধরেন। প্রাথমিক চিকিৎসার কিছু সময় পর ফেরে জ্ঞান। এরপর আবারও মঞ্চে উঠে নিজের বক্তৃতা শেষ করেন নিতিন।

ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণেই মাথা ঘুরে পড়ে যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ারের মাধ্যমে নিজের সুস্থতার খবর নিশ্চিত করেন বিজেপি এই নেতা।

/এএম

Exit mobile version