Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর নির্দেশেই জাফরুল্লাহ চৌধুরীর নামে মামলা: রিজভী

রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায় সরকার- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

এসময় রিজভী আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই জাফরুল্লাহ চৌধুরীর নামে মামলা দেয়া হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে বাকস্বাধীনতা ফিরিয়ে দেয়ারও দাবি জানান তিনি। রিজভী অভিযোগ করেন, নির্বাচন কমিশনকে দিয়ে আরপিও সংশোধনের চেষ্টা করছে সরকার।

Exit mobile version